রক্ত হচ্ছে তরল যোজক কলা, যার কোষগুলো (অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা) তরল ধাত্র প্লাজমাতে (Plasma) ভাসমান অবস্থায় থাকে। এটি প্রধানত দেহে অম্লজান (Oxygen), অঙ্গার-দ্বি-অম্লজান (Carbon dioxide), খাদ্যপুষ্টি এবং অন্যান্য বর্জ্য পদার্থ বহন করে, যে কারণে রক্তকে পরিবহন বা সংবহন কলা-ও বলা হয়।