পূথিবী প্রথম দিকে গ্যাসীয় পদার্থই ছিল।কিন্তু সেসময় অনেক ক্ষুদ্র পাথর পূথিবীর গ্যাসীয় আবরণের মধ্যে এসে যায়।যেহেতু পূথিবী অনেক উত্তপ্ত ছিল তাই এই সকল পাথর গলে গিয়েই পূথিবীর ভূত্বক সৃষ্টি হয়।পরবর্তীতে তা ঠান্ডা হয়ে আজকের পৃথিবীতে পরিণত হয়।
Courtesy: Md Abu Siyam