Nishat Tasnim-
পূর্বে তথ্য আদান-প্রদানের জন্য টেলিগ্রাফে যে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছিলো, মূলত তা ছিলো মোর্স কোড ।
প্রযুক্তিগত দিক থেকে মোর্স কোড হচ্ছে টেক্সট/মেসেজ ইনফরমেশন প্রেরণ করার একটি পদ্ধতি, যেখানে অক্ষরগুলোকে আলো বা শব্দের লং বা শর্ট সিগনালের কম্বিনেশনে উপস্থাপন করা হয়েছে ।
অর্থাৎ প্রতিটি অক্ষর কতগুলো ডট এবং ড্যাশের কম্বিনেশন। লিখিত কোড ছাড়াও এটি ডাটা কম্যুনিকেশনে পালস বা শব্দ দিয়ে উপস্থাপন করা যায়। সেক্ষেত্রে একটি ড্যাশ দ্বারা গঠিত শব্দ তিনটি ডটের সমান। সুতরাং এখনে ডট হচ্ছে পরিমাপের একক ।