মোবাইল যদি স্প্লাশ প্রুফ হয়, তবে মোবাইলের ওপর পানির ছিটা পড়লে ক্ষণিকের জন্য মোবাইল হ্যাং করা ছাড়া মেজর কোনো প্রব্লেম দেখা দেবে না। সাধারনত ফ্লাগশিপ ফোনগুলো IP68 water & dust resistant হয়ে থাকে বিধায় পানিতে এদের প্রায় আধ ঘণ্টা পর্যন্ত চুবিয়ে রাখলেও কোনো সমস্যা দেখা দেয় না। আর ফ্লাগশিপ কিলার ফোনগুলো সাধারনত স্প্লাশ প্রুফ হয়ে থাকে।
অন্যদিকে, নর্মাল ফোনগুলোতে পানির ছিটা পড়লে বা পানি বিভিন্ন ছিদ্র যেমন স্পিকার কিংবা মাউথপিস ইত্যাদি দিয়ে ঢুকে গেলে তা মোবাইলের পুরো হার্ডওয়্যার সিস্টেমকেই অচল করে দিতে পারে। মূলত মোবাইলে তখন পানি ঢুকে তা প্রসেসরকে অচল করে দিতে পারে, ফলে মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ডিসপ্লে নষ্ট, স্পিকার নষ্ট এমনকি ক্যামেরা সিস্টেমও নষ্ট হয়ে যেতে পারে। তাই নর্মাল বাজেট ফোনগুলোকে পানির থেকে বাঁচিয়ে অতি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।
© Hasan Saikat