ফড়িং এর কান থাকে হাঁটুতে ৷
প্রথমত ওঁর কানের পর্দা সে পর্দা বসবার অঙ্গের তুলনায় মাত্র ১৩গুণ বড়। আমাদের কানে সেটা ১৭গুণ বড়। ফলে ওঁর কানে সব শব্দই বেশ উচ্চতারে বাজে। তার ওপর আমাদের অন্তঃকর্ণের প্যাঁচানো অংশটায় থাকে ২০ হাজার সরু সরু চুল। ঘাসফড়িঙের থাকে মাত্র ১৫-২০ টি । ফলে যে শব্দ তাঁর নিজের শব্দের আশেপাশে সেগুলোই কেবল ঘাসফড়িংরা শুনতে পান।