Nishat Tasnim
আমাদের মস্তিষ্কে রয়েছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন আর প্রায় ১০০০ ট্রিলিয়ন সিন্যাপস(দুটি নিউরনের সংযোগস্থল,এর মাধ্যমেই সংকেত একটি নিউরন থেকে আরেকটিতে যায় ফলে আমরা কার্যকর উদ্দীপনা প্রদান করতে পারি)।
ঊনবিংশ শতাব্দীর আশির দশকে আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস একটি ছেলের আইকিউ পরীক্ষার পর বলেন মানুষ তার মস্তিষ্কের সবটুকুই সঠিকভাবে ব্যবহার করে না।বিভিন্ন প্রচারণা মাধ্যম, ম্যাগাজিন আর লোকমুখে দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়তে থাকে এই অপরীক্ষিত অদ্ভুত তত্ত্ব। শুধু তা-ই নয় লুসি, লিমিটলেস, ফ্লাইট অব দ্য নেভিগেটর এর মতো বিখ্যাত কিছু হলিউড মুভিতেও এই তত্ত্বের দেখা মেলে।
তাহলে এই মিথ কতটুকু সত্য?
প্রথমত, যদি আমাদের ব্রেনের ১০% কাজ করতো তাহলে বাকী ৯০% জায়গায় যদি কোনো আঘাত লাগতো বা ক্ষতি হতো তাহলে তো আমাদের কোনো শারীরিক বা মানসিক সমস্যা হওয়ার কথা ছিলো না।কিন্তু এমনটি দেখা যায় না।
দ্বিতীয়ত, বিবর্তন তত্ত্ব অনুসারে, যদি আমাদের ব্রেনের ১০% কাজ করে অর্থাৎ, বাকী ৯০% যেহেতু অপ্রয়োজনীয় তাই সেই অংশের অনেক আগেই বিবর্তনের মাধ্যমে বাদ পড়ে যাওয়ার কথা ছিল।কিন্তু মানুষের পৃথিবীতে আগমনের ২ মিলিয়ন বছর পরও এমনটি হয় নি।
তাই প্রকৃতপক্ষে, আমাদের ব্রেনের পুরোটাই কাজ করতে পারে। কিন্তু মস্তিষ্ক কখনোই একইসাথে একশ ভাগ ব্যবহার করে না। নির্দিষ্ট কাজের জন্য মস্তিষ্কের নির্দিষ্ট অংশ উদ্দীপ্ত হয়। কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে মস্তিষ্কের এক থেকে ষোল শতাংশ পর্যন্ত কার্যকর হয়।
তাহলে যদি এমন হতো যে আমাদের মস্তিষ্ক কোনো একটি কাজে ১০০% সক্রিয় হয়ে যায়! তাহলে তখন আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। সাধারন অবস্থায় একইসময়ে মনোযোগ দিয়ে কখনোই একের অধিক কাজ করা যায় না।কারণ, একের অধিক কাজের জন্য পর্যাপ্ত সক্রিয়তা মস্তিষ্কের থাকে না।
©রোহিত