জল ভাঙ্গার আগে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়।
গর্ভাবস্থায় থাকাকালীন একজন মায়ের পেটের ভিতর তার শিশু যেখানে থাকে তাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় আমনিয়টিক স্যাক। আর এর মধ্যে যে তরল থেকে তাকে বলা হয় আমনিয়টিক তরল। এই তরল যেমন শিশুর ফুসফুস এবং পাচনতন্ত্রের গঠনে ভূমিকা নেয়, ঠিক তেমনি শিশুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে শিশুর ইউরিন বা মূত্র এই তরল গঠনে সাহায্য করে যাতে হরমোন এবং অন্যান্য অ্যান্টিবডি থাকে যা বাইরের প্রতিকূলতা থেকে শিশু কে রক্ষা করে। প্রসবের দিন বা তার আগে বা প্রসব বেদনা থাকা কালীন এই স্যাক বা থলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাখ্যা থাকলেও সেই ভাবে অনেকেই সঠিক কারণ বলে সঠিক সময় বলতে পারেন না যে এই থলি কখন ফেটে যেতে পারে।
যদি স্যাক না ফাটে অনেক ক্ষেত্রে ভ্যাজাইনাল পথ দিয়ে এই স্যাক ফাটিয়ে দেওয়া হয় যদি দেখা যায় পরিস্থিতি অনুকূল আছে এবং সময় হয়েছে। এটা কোনো অপারেশন না বা ভোয় পাওয়ার মতো কিছু না। এতে কোনো ব্যাথা লাগে না বা অসুবিধার সৃষ্টি হয় না। এভাবে ফাটিয়ে ফেলার কিছুক্ষণ পর থেকেই প্রসব বেদনা নতুন মায়ের অনুভব করা উচিত।
গর্ভাবস্থার শেষ দিকে পানি ভাঙলে মাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে লেবার পেইন উঠে যায়। যদি পেইন না থাকে, তবে ইন্ডাকশন (ওষুধের মাধ্যমে লেবার পেইন শুরু) করাও সম্ভব।