\এমন রং হওয়ার পিছনে একাধিক কারণ আছে বৈকি!
সাদা অ্যাপ্রন সস্তা এবং সহজেই পাওয়া যায়। যেহেতু কোনও রঞ্জক ব্যবহার করা হয় না, তাই এটি রঙ সংশোধন করার সম্ভাবনা কমিয়ে দেয়।
সাদা রঙে কোনও ময়লা বা কিছু লাগলে সহজেই আপনি তা দেখতে পাবেন।
নয়তো ভাবুন, কাজ করতে করতে অজান্তে আপনার অ্যাপ্রনে কয়েক ফোঁটা কেমিকাল সল্যুশন ছিটকে পড়লো। যদি কাপড়টা সাদা হয়, তাহলে ভালো… পুড়ে গেলে কিংবা ছোপ পড়লে সহজেই বুঝতে পারবেন। কিন্তু, কোনো অন্য গাড় রং হলে তথৈবচ!
লিখেছেন : Shreyosi Dhali