দেহে তাপ শক্তি উৎপন্নের কারণ:
প্রাণীর দেহ চলে খাদ্যের মাধ্যমে। উচ্চবর্গীয় প্রাণীর দেহে এই খাদ্য উদর হতে কোষে আসে রক্তের মধ্যে দিয়ে। আর এখানে তারই সঙ্গে ফুসফুস হতে এসে পৌঁছায় Oxygen. কোষের অভ্যন্তরে চলে খাদ্যের জারণ (শ্বসনের Reaction). আর এই জারণে উৎপন্ন হয় Carbon-di-oxide ও শক্তি। এই প্রক্রিয়ায় —
C6H12O6 + 6O2 = 6CO2 + 6H2O + Energy (38ATP)
গ্লুকোজ+অক্সিজেন=কারবন-ডাই-অক্সাইড+পানি+শক্তি
এই শক্তি আমাদের দেহের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে। এখানে CO2 উৎপন্ন হওয়ার সময় যে শক্তি আমরা পাচ্ছি তার কিছু অংশ আমাদের দেহের তাপ সহ্যক্ষমতা পর্যন্ত বাড়িয়ে দেয়। এই তাপ 98°Fahrenheit-এর কাছাকাছি হয়।
মৃত্যু:
মেডিকেলের ভাষায়, হার্ট পাম্পিং (Heart pumping) বন্ধ হয়ে গেলেই প্রাণীকে মৃত ধরা হয়। আর রক্ত সঞ্চালন না থাকলে কোষে খাদ্য ও অক্সিজেনের সরবরাহ থাকবে না। আর কিছুক্ষণের মধ্যে কোষস্থ অক্সিজেন শেষ হয়ে যাবে, যা শক্তি উৎপন্ন করা বন্ধ করে দেবে। আর এই শক্তি উৎপন্ন না হলে দেহে কোন তাপের উৎস থাকে না। আর তাই দেহ শীতল হয়ে যায়।
বলতে গেলে, শ্বসনের Reaction বন্ধ হয়ে গেলে কোষ ঠান্ডা হতে শুরু করে। কোষগুলো ঠান্ডা হলে একপর্যায়ে সম্পূর্ণ দেহ ঠান্ডা হয়ে যায়।
ক্রেডিট: পল্লব সেন (কোরা)