দাদ এক ধরণের চর্ম রোগ। শরীরের যেকোনো অংশে গোল চাকতির মতো গুঁড়ি গুঁড়ি ওঠে, অনেক চুলকায় ও লাল হয়ে যায়। একে দাদ বলা হয়। দাদ কেন হয়?
দাদ এক ধরণের ছত্রাকের কারণ। এটা সক্রমণ রোগ। মূলত অপরিষ্কার স্থানগুলোতে এটি হয়ে থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে ছত্রাকের জন্ম হয়। অপরিষ্কার, একই কাপড় অনেক দিন ব্যবহার করা, না ধোঁয়া, নোংরা কাপড় ব্যবহার, সংক্রামণ রোগীর জামা কাপড় ব্যবহার করার ফলে দাদ হয়ে থাকে। আবার ছত্রাক আক্রান্ত রোগীর গামছা ব্যবহারেও দাদ রোগ হতে পারে।