F= mg
আমি ফ্রিকশনাল ফোর্স এভোয়েড করছি। একটা বস্তু যত উচ্চতা থেকেই পড়ুক না কেন সেটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক ভর আর দুই হচ্ছে ত্বরণ। যেহেতু মুক্ত ভাবে পড়ন্ত বস্তু, সেক্ষেত্রে সবখানেই জি এর মান ফিক্সড। তাহলে বাকি রইলো ভর। এখন ভরের উপর নির্ভর করছে কতটা বল প্রয়োগ করবে। ভর যত বেশি হবে বল তত বেশি প্রয়োগ করবে।