Nishat Tasnim-
টম এন্ড জেরির ক্লাসিক এপিসোডের ক্ষেত্রে বা যেকোনো পুরাতুন কার্টুন এ মানুষের চরিত্রতো দেখানো হতো কিন্তু কোনো চেহারা দেখানো হতো না! কিন্তু এইরকম করাটা হতো কেন?
প্রথমত এই কার্টুন গুলো animal based.... আর টম এন্ড জেরি-ই ছিল এর মেইন সাবজেক্ট..কোনো মানুষকে পুরোপুরি দেখাতে গেলে এইখানে সাবজেক্ট কে ছোট করে দেখাতে হবে..আর এই কার্টুনগুলো কথা বলে না..যদি মানুষ এর মুখ দেখানো হয় তাহলে মানুষটার ভয়েস ওভার এর সাথে lipsync ও দেখাতে হবে যেটা স্টুডিওর জন্য আরেক ঝামেলা! এসব কারণেই মাঝে মাঝে মানুষের চরিত্রটিকে কথা বলতে দেখা গেলেও ওদের মুখ কখনো দেখা যেত না....
আর তখন তেমন কোনো কম্পিউটার এর খুব বেশি সুবিধা ছিল না এখনকার মতো..এখন তো যে কেও অ্যানিমেশন করতে পারবে, করা শিখতে পারবে কিন্তু তখন ব্যাপারটা ছিল প্রচুর কঠিন এবং মুশকিল.
©Swarup Raiyan Swasti