ক্লোনিং
ক্লোনিং বলতে সাধারণত অনুরূপভাবে যেকোনো কিছুর অনুলিপি তৈরি করাকে বোঝায় । বায়োটেকনোলজির বা জীবপ্রযুক্তির ভাষায় ক্লোনিং হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়া , যার উদ্দেশ্য হচ্ছে কোনো রকম যৌন প্রক্রিয়া ব্যতীত জেনেটিক্যালি সদৃশ বিশেষ কোষ, অঙ্গ , ব্যাকটেরিয়া , উদ্ভিদ অথবা প্রাণী তৈরি করা । আর জেনেটিক্স বাহ মলিকিউলার বায়োলজির ভাষায় ক্লোনিং হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জিন অথবা জেনেটিক অংশকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অধিক সংখ্যায় বর্ধিত করা । এই পর্বে ক্লোনিং বলতে আমরা কেবল জেনেটিক্যালি একই রকম কোন বিশেষ কোষ , অঙ্গ , ব্যাকটেরিয়া , উদ্ভিদ অথবা প্রাণী বহু সংখ্যায় তৈরি করাই বুঝাবো ।
ক্লোনিং নিয়ে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে । তাদের বিশ্বাস, ক্লোনিংয়ের মাধ্যমে দেখতে হুবহু একই রকম কোন প্রাণী তৈরি করা সম্ভব। তাই অনেকে এটাও ভাবেন, এই প্রযুক্তির সহায়তার বুঝি সত্যি সত্যি আরেকজন আইনস্টাইন বা নিউটন বানিয়ে ফেলা সম্ভব । কিন্তু সবসময় এটি সত্যি হবে এমনটি ভাবা ঠিক নয় । কারণ কোনো জীবের জিনের বাহ্যিক প্রকাশ নিজ জিনের বহির্ভূত অনেক উপাদানের ওপর নির্ভরশীল ।
এছাড়াও উদ্ভিদ অথবা প্রাণীর ক্রমবিকাশ , মন ও মানসিকতা এবং বুদ্ধিমত্তা ইত্যাদি তার চারপাশে বিদ্যমান পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলেই তৈরি হয় । তাছাড়া জিনগত পরিবর্তন বা মিউটেশন পরিবেশের ওপর নির্ভরশীল একটি সর্বদা বিরাজমান প্রক্রিয়া । এর ফলে যেকোনো সময় যেকোনো জিনের একটি পরিবর্তন ফলে বাহ্যিক অবস্থার বড় ধরনের কোনো পরিবর্তন সৃষ্টি হতে পারে ।
সহজ কথায় একটি উদাহরণ দেওয়া যাক । ধরুন, আপনি আপনার একটি ক্লোন বানাতে ইচ্ছুক । যদি পুরো প্রক্রিয়াটি সফল হয় তাহলে আপনার ক্লোনটি আপনার মতো পুরুষ অথবা নারী হয়েই জন্মাবে এবং একটি নির্দিষ্ট বয়সে আপনিও আপনার ক্লোন দেখতে অনেকটাই একইরকম হবেন। আর আপনার ডিএনএ এবং আপনার থেকে সৃষ্ট ক্লোনের ডিএনএ ও দেখতে হবে অবিকল একই ।
যেহেতু আপনিও আপনার ক্লোন একই মায়ের জরায়ুতে বড় হয়ে ওঠেন নাই এবং দুইজন মায়ের গর্ভকালীন খাদ্যাভাসের ও শরীরবৃত্তীয় কার্যাবলি সম্পূর্ণ আলাদা, তাই দুজনের মধ্যে বাহ্যিকভাবে কর্মকুশলতাও হবে সম্পূর্ণ আলাদা । সুতরাং আমরা খুব সহজেই একটি অনুসিদ্ধান্তে আসতে পারি এই বলে যে ,জন্ম যদিও দুজনের একই ডিএনএ’র সমন্বয়ে, তথ্যাপি আপনার ও তার ক্রমবিকাশ ও মৃত্যু হবে অবধারিতভাবে দুটো ভিন্ন পথে । উল্লেখ্য, এই প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশুর নিউক্লিয়ার ডিএনএ দেখতে হুবহু পিতার মতো হলেও মাইটোকন্ড্রিয়ার ডিএনএ মায়ের কাছ থেকেই আসে ।
মানব ক্লোনিং
মানব ক্লোনিং হচ্ছে অনুরূপ জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন আরেকজন মানুষ তৈরী করা । অন্য কথায় কৃত্রিমভাবে মানুষ তৈরির নামই মানব ক্লোনিং। এই প্রক্রিয়ার সফল প্রয়োগে মারা যাওয়া কোন মানুষের ডিএনএ ব্যবহার করে তারই অনুরূপ আরেকজন মানুষ সৃষ্টি করা সম্ভব। আর একইরকম জমজ সন্তান হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট মানব ক্লোন , যার সাথে আমরা সবাই পরিচিত। এখন পর্যন্ত বিজ্ঞানী মহলে তিন ধরণের মানব ক্লোনিং বেশি আলোচনায় এসেছে ।
প্রজনন ক্লোনিং
প্রজনন ক্লোনিং হচ্ছে সম্পূর্ণরূপ নতুন ক্লোন মানব তৈরি করার পদ্ধতি । এই ব্যবস্থাটি বেশ সমালোচনার সৃষ্টি করেছে । বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় গোষ্ঠী ও বৈজ্ঞানিক সংস্থা এ পদ্ধতির বিরোধিতায় সক্রিয়। অনেক মহল আইন করে মানব প্রজনন ক্লোনিং বন্ধের পক্ষপাতী । নিরাপত্তাসহ বেশ কিছু ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত এই পদ্ধতি বন্ধের সুপারিশ করেছেন AAAS । অঙ্গ প্রতিস্থাপনের নিমিত্তে বাণিজ্যিকভাবে ক্লোন মানুষ তৈরী করে তা বিক্রি অথবা দান করার ব্যাপারে সাংঘাতিক নৈতিক ও মানবিক বির্পযয়ের আশঙ্কার কথা উচ্চারিত হয়েছে । এসব সমালোচনা এড়ানোর জন্য অনেকেই আলাদা করে কেবল অঙ্গ-প্রত্যঙ্গ উৎপাদনের পরামর্শ দিচ্ছেন এবং এই প্রক্রিয়াটি বাস্তবায়নে বিজ্ঞানীরা অনেকদূর এগিয়েছেন ।
উপরন্ত মানব অঙ্গ-প্রত্যঙ্গ অন্যকোনো প্রাণির ভেতর ক্লোন করে সেটা মানুষের কাজে ব্যবহার করা যায় কিনা তা যাচাই করে দেখছেন তারা ।
থেরাপিউটিক ক্লোনিং বা রিসার্চ ক্লোনিংচিকিৎসার উদ্দেশ্যে স্টেমসেল তৈরির কাজে এই পদ্ধতি ব্যাপৃত। যেহেতু চিকিৎসাক্ষেত্রে এই পদ্ধতিটির অপার সম্ভাবনা রয়েছে । তাই এটি নিয়ে বিস্তর গবেষণা চলেছে । এই প্রযুক্তির পক্ষ অবলম্বন করে AAAS সহায়তার সুপারিশ করেছে । এই পদ্ধতিটির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে বিরাট বিপ্লবের সূচনা হবে বলে অনেকে আশা করেছে ।
প্রতিস্থাপন ক্লোনিং
এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত তাত্ত্বিক পর্যায়েই সীমাবদ্ধ । এটি মুলত উপরোক্ত উভয় পদ্ধতির সমন্বিত একটি ধারণা। ধারণা করা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত শরীরের কোনো অংশকে প্রতিস্থাপনের মাধ্যমে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব । এছাড়া এই প্রক্রিয়ার সাথে ব্রেইনের কিছু অংশের প্রতিস্থাপনও অঙ্গাঙ্গীভাবে জড়িত ।