Nishat Tasnim-
মানুষ আকাশে উড়তে পারে না মাধ্যাকর্ষণ শক্তির বাধার কারণে। তাছাড়া প্রথম মানুষের গায়ে পালক আর পাখা নেই যার সাহায্য উড়বে। আবার ভারসাম্য রাখার জন্য পালকের লেজ ও নেই। মানুষের শরীরের গঠন ও উড়ার জন্য উপযুক্ত নয়। মানুষের দেহের হাড়ের ঘনত্ব বেশি যেখানে উড়ার জন্য ফাঁপা হাড় প্রয়োজন। মানুষের ফুসফুসের আকার ও অধিক বায়ু ধারণের জন্য উপযুক্ত নয়। সর্বপরি মানুষের আকারের তুলনায় ওজন অনেক বেশি যার কারণে মাধ্যাকর্ষণ শক্তির বাধা প্রচুর থাকে যার কারণে মানুষ উড়তে পারে না।
তবে আপনি আকাশে উড়ার অনুভূতি নিতে চাইলে উড়োজাহাজ বা হেলিকপ্টারে করে আকাশে ঘুরে আসতে পারেন।
©অনামিকা