কোন মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থেকেও এর প্রভাব থেকে আপাত মুক্তভাবে বিচরণ করা যায়। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট মানের কেন্দ্রবিমুখী বল লাভ করতে হবে।অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুকে কেন্দ্র করে অন্য বস্তুটিকে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট বেগে ঘূর্ণনশীল হতে হবে।তবেই কোন ভারি বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থেকেও তার মধ্যে পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব।যেমন চাঁদ পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অবস্থান করলেও সেটি পৃথিবীর উপর পড়ে যায় না,কারণ সেটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুড়ছে।ঘূর্ণনশীল বস্তুর বেগ যত বেশি হবে সেটি তত কম ব্যাসার্ধ নিয়ে ঘুড়তে সক্ষম।
ঠিক তেমনি ব্ল্যাক হোলের মহাকর্ষীয় ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী হলেও একে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্র একটি নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে ঘূর্ণনশীল।এমনকি আলো নিজেও একটি দূরত্ব মেইনটেইন করে ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ঘূর্ণনশীল।যেহেতু আলোর চেয়ে বেশি বেগে কোন কিছু গতিশীল হতে পারে না তাই অালোর চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে কোন কিছু ব্ল্যাকহোলের চারপাশে ঘুড়তে পারে না।তাই ব্ল্যাকহোলের চারপাশে অালোর রিং হল এর ইভেন্ট হরাইজন।এবং ইভেন্ট হরাইজনের অন্তর্বর্তী অন্চলের কোন কিছু কেউ কোনদিন অবজার্ভ করতে পারে না।কারণ এর অভ্যন্তর হতে আলোও বের হতে পারে না।
Courtesy: Khalid Sayfullah