অনেকদিন ধরেই বিজ্ঞানীরা ভাবতেন ভ্রূণ বেড়ে ওঠার সময়ে আমাদের মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধে সক্রিয়তার কারণে মানুষ ডানহাতি অথবা বাঁহাতই হয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় এক্ষেত্রে মস্তিষ্ক নয়, বরং আমাদের স্পাইনাল কর্ড তথা সুষুম্নাকান্ড দায়ী। জার্মানির রুড় ইউনিভার্সিটাট বোকামের একদল গবেষক ভ্রূণের আল্ট্রাসাউন্ড থেকে এ ব্যাপারে তথ্য সংরহ করেন। দেখা যায়, আট সপ্তাহের মাঝে ডানহাত অথবা বাঁ হাত বেশী ব্যবহার করার প্রবণতা দেখা যায় ভ্রূণের মাঝে। আর গর্ভাবস্থার ১৩তম সপ্তাহ থেকে ভ্রূণ যে কোনো একটি হাতের বৃদ্ধাঙ্গুলি মুখ দিয়ে চুষতে থাকে। বাহু এবং হাতের ক্রিয়া মস্তিষ্কের মোটোর কর্টেক্স থেকে আসে, সে স্পাইনাল কর্ডে একটি সংকেত পাঠায় এ উদ্দেশ্যে। কিন্তু আট সপ্তাহের ভ্রূণে মোটোর কর্টেক্স এবং স্পাইনাল কর্ডের মাঝে এ সংযোগ তৈরি হয়ে ওঠে না। তার মানে স্পাইনাল কর্ড মস্তিষ্কের নির্দেশ ছাড়াই ঠিক করে আমাদের কোনো হাত বেশী সক্রিয় হবে। এ থেকে গবেষক ডক্টর সেবাস্টিয়ান ওকলেনবার্গ, জুডিথ স্মিটজ এবং ডক্টর অনুর গুন্টারকুন এই উপসংহার নেন যে মানুষ ডানহাতি অথবা বাঁহাতি হবার জন্য স্পাইনাল কর্ডই দায়ী, মস্তিষ্ক নয়।