ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আবিষ্কার হওয়ার পর সবাই মনে করেছিল এরাই সেই কাঙ্ক্ষিত মৌলিক কণিকা। কিন্তু ১৯৬৪ সালে বিজ্ঞানী মারে গ্যালমেন দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন.” বিশ্ববাসী আপনারা যা মনে করছেন তা তা না! ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন মৌলিক কণিকা না। এদর থেকেও ক্ষুদ্র কণিকা আছে। তার নাম হলো কোয়ার্ক!” এখন আপনার মনে হতে পারে এই পুচঁকে কোয়ার্ক-এর সাথে নিউট্রনের আধান নিরপেক্ষ হওয়ার সম্পর্ক কোথায়? তাহলে বলছি… পৃথিবী এখন পর্যন্ত ছয়টি কোয়ার্ক আবিষ্কার হয়েছে (আরো হবে কিনা বলতে পারছি না!)। এর মধ্যে দুই প্রকারের কোয়ার্ক হলো আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক। এই আপ আর ডাউন দুই ধরণের কোয়ার্ক নিয়েই গঠিত আমাদের নিউট্রন মহাশয়। তবে নিউট্রন মহাশয়ের পেটে আছে দুটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক। প্রসঙ্গত বলে রাখছি-প্রোটন দুটি আপ ও একটি ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত।
আচ্ছা বাপু! বুঝলাম নিউট্রন দুটি ডাউন আর একটি আপ কোয়ার্ক নিয়ে গঠিত! কিন্তু এর সাথে আধান নিরপেক্ষ হওয়ার কারণটা কী?
আচ্ছা চলুন, এবার আর কথা না বাড়িয়ে দেখি কোয়ার্কের সাথে নিউট্রনের আধান নিরপেক্ষ হওয়ার কারণ!
আমরা তো সবাই জানি, ইলেনক্ট্রনের চার্জ বা আধান -১ আর প্রোটনের +১। লক্ষ্য করুন এদের প্রত্যেকের আধান একটি পূর্ণসংখ্যা। কিন্তু কোয়ার্কের আধান পূর্ণ সংখ্যা না ।
একটি ডাউন কোয়ার্কের আধান −13 এবং একটি আপ কোয়ার্কের মান +২3
আগেই বলেছিলাম, একটি নিউট্রন দুটি ডাউন এবং একটি আপ কোয়ার্ক নিয়ে গটিত।তাই দুটি ডাউন ও একটি আপ কোয়ার্কের আধানের যোগফলই হবে নিউট্রনের আধান। যোগফলটা এমন— +২৩−১৩−১৩=০ এবার নিশ্চয় বুঝতে পেরেছেন নিউট্রন কেন আধান নিরপেক্ষ!
লেখক : শাদাব হোসাইন