বিষ শরীরে প্রবেশ করলে প্রথমেই তা রক্তস্রোতে মিশে যেতে চায়, প্রত্যক্ষ (ইনজেকশন দ্বারা) বা পরোক্ষ (বড়ি খাওয়া) ভাবে। মানুষের রক্তের একটি উপাদান হল লোহিত রক্ত কণিকা, ইংরেজিতে red blood cell অথবা RBC। এখন এই কণিকা বহন করে অক্সিজেন সরবরাহকারী রঞ্জক হিমোগ্লোবিন কে, যা গোটা শরীরের প্রতিটা কোষের অক্সিজেনের চাহিদা পূরণ করে। বিষ সংক্রান্ত এই উপাদান গুলি রক্তের হিমোগ্লোবিন এর অক্সিজেন বহন ক্ষমতা দ্রুতগতিতে হ্রাস করতে থাকে। ফলস্বরূপ দেহের কোষগুলিতে অক্সিজেনের অভাব দেখা যায়। অক্সিজেনের অভাবে লোহিত রক্ত কণিকা গুলি ধীরে ধীরে রক্তবাহে থিতিয়ে পড়তে থাকে। বিষক্রিয়ার দরুন গোটা শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শরীর ফ্যাকাশে অথবা হালকা নীলচে রঙের দেখতে লাগে।