এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। মা বিড়াল তার বাচ্চাকে ঘাড়ে কামড় এক স্থান থেকে অন্যস্থানে নেওয়ার সময় নড়াচড়া করলে বাচ্চাটির ক্ষতি হতে পারে। বিবর্তনের মাধ্যমে বিড়াল এই ক্ষতি দূর করতে বিল্ট ইন সুইচের মত নিজের চেতনাকে অন-অফ করার উপযোগী করে তুলেছে। তবে এই কাজটি বারবার করলে বিড়ালের ওজনের নিম্নমুখী টান এর ক্ষতি করতে পারে।
তথ্যসূত্র:
https://www.bissoy.com/q/111111174373