ঝাল মাংস: অনেকে সকালে ঝাল মাংস খান। তবে পেট খালি থাকলে বেশি ঝাল খাবার থেকে দূরে থাকা নিরাপদ। ঝাল তরকারিতে অ্যাসিডিক বিক্রিয়ার সৃষ্টি হয়, যা খালি পেটে অসহনীয় জ্বালাপোড়া তৈরি করে। পেটের ভেতরকার পেশিতে সংকোচন হওয়ার ফলে পেটব্যথাও হতে পারে।
দই: খালি পেটে দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। গাঁজনপ্রক্রিয়ায় বানানো দই খালি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এতে অ্যাসিডিটির সৃষ্টি হয়। তাই দুগ্ধজাত খাবার খাওয়ার আগে অন্য কিছু খেয়ে নিন।
শসা বা শাক সবজি - খালি পেটে শসা বা সবুজ শাক সবজি খেলে ভীষণ বিপদ। কারণ এতে রয়েছে প্রচুর অ্যামাইনো অ্যাসিড , এই অ্যাসিড শরীরের জন্য যেমন ভালো, তেমনি খালি পেটে গ্যাস্ট্রিকের সৃষ্টি করতে পারে। শাকসবজির ‘ফাইবার’ ঠিকভাবে হজম না হলে তলপেটে ব্যথাও হতে পারে। এ কারণে খালি পেটে সবুজ শাকসবজি খাওয়া ঠিক নয়।তাই এই খাবার গুলো খালি পেটে না খেয়ে ভরা পেটে খান।
বেশি পরিমাণে বাদাম খাওয়াও পরিহার করুন। খালি পেটে অতিরিক্ত বাদাম খেলে পেটব্যথার সৃষ্টি হয়।
খালি পেটে মিষ্টি আলু বেশি পরিমাণ অ্যাসিড ক্ষরণ করে, এতে পাকস্থলীর পেশি সংকুচিত হয় এবং তলপেটে ব্যথার সৃষ্টি করে।
মদপান এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। খালি পেটে খাওয়া মানে বিষপান। এতে কিডনি, লিভার ও হৃৎপিণ্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কফি :সকালে দিনের শুরুটা কেউ এক কাপ কফি দিয়ে শুরু করে থাকেন। কিন্তু আপনি কি জানেন? খালি পেটে কফি পান স্বাস্থ্যের জন্য কতটুক ক্ষতিকর? এটি পেটের ভিতর গ্যাস বৃদ্ধি করে অ্যাসিডিটি সৃষ্টি করে। যা মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি করে।
ওষুধ :খালি পেটে ওষুধ খাওয়া ঠিক নয়। খালি পেটে ওষুধ খাওয়ার ফলে পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয় যা বুক জ্বালাপোড়া সৃষ্টি করে থাকে।
সাইট্রাস ফলঃআমরা অনেকেই খালি পেতে নানা রকম ফল খেয়ে থাকি। তবে খনোই খালি পেটে সাইট্রাস ফল খাওয়া একদমই ঠিক না। আসলে সাইট্রাস ফলে হলো সেসব ফল যেগুলোতে সাইট্রিক এসিড রয়েছে।যেমন-ফলগুলো হলো- কমলা, লেবু, জাম, আঙ্গুর, জাম্বুরা ইত্যাদি। সাইট্রিক এসিডযুক্ত ফল খালিপেটে খেলে আমাদের অ্যাসিডিটির সমস্যা হয় এবং হজম প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়। তাই কখনোই খালি পেটে এধরনের ফল খাওয়া একদমই উচিত নয়।
মিষ্টিঃ
খালি পেটে মিষ্টি একদমই খাওয়া ঠিক নয়। এতে আমাদের মারাত্বক ক্ষতি হতে পার। বিশেষ করে ডায়েবেটিস রোগিদের জন্য খালি পেটে মিষ্টি জাতীয় কিছু খাওয়া একদম নিষেধ। কারন খালি পেটে মিষ্টি খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই খালি পেতে মিষ্টি খাওয়া একদমই উচিত নয়।
এছাড়াও ইস্ট যুক্ত খাবার যেমন-পেস্ট্রি বা প্যাটিস, কেক, পাউরুটি, রুটি, বিস্কিট ইত্যাদি খাবার, মসলা জাতীয় খাবার, কোল্ড ড্রিংকস খালি পেটে খেলে প্রচুর গ্যাস হয়, যা আলসারের মতো রোগের সৃষ্টির কারণ। এছাড়াও এসব খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালাপোড়া সহ নানা ধরনের শরীরিক ও মানসিক বিভিন্ন সমস্যাসহ ক্যানসার, হৃদরোগের মত অসুখ তৈরি করে।
Source : Boldsky , bd journal , bd protidin