হৃদপিন্ডের মাংশপেশীতে ব্যথা- মায়োকার্ডিটিস
হৃদপিন্ডের মায়োকার্ডিয়ামে ব্যথা হওয়াটাই মায়োকার্ডিটিস নামে পরিচিত। অনেকেই একে হার্ট এটাকের সাথে তুলনা করে হার্ট এটাক ভেবে ভয় পেয়ে বসেন, কিন্তু এটি হার্ট এটাক থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্বাসনালী ও শ্বসনতন্ত্রের সংক্রমণকারী ভাইরাসের আক্রমনে সাধারণত এই রোগটি হয়। অন্যান্য হৃদপিন্ড সম্পর্কিত সমস্যার ন্যায় মায়োকার্ডিটিস আমাদের দৈনন্দিন জীবন বা খাদ্যাভ্যাস এর কারণে হয়না। এই সমস্যা অনেক সময় নিজে থেকে সাধারণ ওষুধ গ্রহণের মাধ্যমে সেরে যায়, আবার অনেক সময় তা মারাত্মক জটিল হয়ে মৃত্যুর কারণও হতে পারে।
হার্টের ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করে এবং রক্ত পরীক্ষার মাধ্যমে মায়োকার্ডাইটিস শনাক্ত করা যেতে পারে।