উত্তরের আগে দুটো উদাহরণ দিয়ে শুরু করি।
➤ প্রথম ছবিটি দেখুন। একটি মুভি থেকে নেয়া। আশা করি আয়নার অপর পাশের ভদ্রলোক (তথাকথিত) কি কারণে আয়না ব্যবহার করছে তা আশা করি বিস্তারিত বলতে হবে না। দ্বিমুখী আয়না এভাবেই অসৎ কাজে ব্যবহার করা হয়। এদের নৈতিকতা বলতে কিছুই নেই। শপিং মলের পোশাক ট্রায়াল রুমে এ কাজ করা হয়।
এবার ২য় ছবি দেখুন। এখানে ভদ্রমহিলা আয়নার অপর পাশে বসে আছেন যে ঘরটিতে অপেক্ষাকৃত কম আলো আছে। আর তার বিপরীতে অন্য ঘরে ঘটে যাওয়া ঘটনা পর্যবেক্ষণ করছে (বাচ্চারা কি করছে সেটা )।
এতে খারাপের কিছু নেই। পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদেও এমনই করা হয় যেন ভেতরে কি ঘটে তা দেখা যায়। ⇨
এখন আসল উত্তরে আসি।
আয়নায় কোন বস্তুর আলো প্রতিফলিত হয়ে ফিরে আসে। তাই আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পারি।
দ্বিমুখী আয়না তৈরিতে কাঁচের উপর আলো প্রতিফলিত করতে পারে এমন উপাদান যেমন - সিলভার, রৌপ্য(এলুমিনিয়াম) এর প্রলেপ দেয়া হয়। বর্তমানে রূপা দিয়েই প্রলেপ দেয়া হয়। এ প্রলেপ এতোটাই হালকা করে দেয়া হয় যেনো অর্ধেক আলো (প্রায় ৬০%) প্রতিফলিত হয়ে ফিরে আসে। আর বাকিটুকু(১৫-২০% প্রায়) আয়নার স্তর ভেদ করে অপর পাশে যায়।
এখন এ আয়না ঠিকঠাক কাজ করানোর জন্য একপাশের ঘরের আলো অপরদিকের ঘরের আলো থেকে কিছুটা অন্ধকারাচ্ছন্ন রাখতে হবে। ধরুন, আপনি যে পাশের ঘরে থাকবেন তার বিপরীত পাশের ঘরে আলো বেশি থাকতে হবে। তাহলেই আপনি অন্যপাশের ঘরে কি ঘটছে তা দেখতে পাবেন।
উপরের ছবিটি দেখুন। জিজ্ঞাসাবাদ কক্ষের উজ্জ্বল আলো আয়নায় প্রতিফলিত হয়ে ফিরে আসছে।তাই অপরাধী নিজেকেই দেখতে পায়।আর অপরদিকের পুলিশের কক্ষে আলো অতি অল্প,তাই প্রতিসরিত আলো থেকে অপরাধী কি করছে তা পুলিশ অফিসার অন্য ঘরে তা দেখতে পারছেন।
বোনাস হিসেবে দেখে নিন আমাদের সবার প্রিয় মিস্টার বিন দ্বিমুখী আয়নায় কি করছেন। তিনি অবশ্য জানেনই না অপর দিকে পুলিশ নজর রাখছে।
দ্বিমুখী আয়না আসলে একমুখী আয়নার মতোই আলো প্রতিফলন করতে পারে এমন উপাদান দিয়ে তৈরি করা হয়। পার্থক্য হলো, একমুখী আয়নায় পিছনে আলো প্রতিসরিত যেন না হয় সেজন্য কালো কিংবা অন্যান্য গাঢ় রঙের প্রলেপ দেয়া হয় এবং এই এলুমিনিয়াম এর প্রলেপও কিছুটা পুরু করে দেয়া হয়। তাই একমুখী আয়নার পিছনে সামনের দিকের দৃশ্য দেখা যায় না।
চাইলে সহজে দ্বিমুখী আয়না সনাক্ত করতে পারেন। নিচে সহজ একটি উপায় দিলাম।
সাধারণ আয়নায় আঙ্গুল রাখলে কিছুটা ফাঁক দেখা যায় যা দ্বিমুখী আয়নায় হয় না।
তথ্যসূত্র : Mentalflox