জানা যায়, ১৯৬০ সালে আমেরিকায় শার্টের পেছনে এ ধরনের 'লুপ' রাখার প্রচলন শুরু হয়। ইস্ট কোস্ট নাবিকদের পেষাকে এই বিশেষ অংশটির সংযোজন হয়েছিল। ... তা ছাড়া এই লুপটি এমন অবস্থানে থাকে যে, এইভাবে শার্ট ঝুলিয়ে রাখলে তাতে কোনো ভাঁজও পড়ে না। ফলে পরদিন আবার ওই একই শার্ট পরতে পারতেন নাবিকরা।