এই কালো ডটকে প্রায় সব মোবাইলেইদেখা যায় মূলত ব্যাক ক্যামেরা ও ফ্ল্যাশের আশেপাশে । এটি মূলত “নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন”। এর মূল কাজ শব্দ রেকর্ড ও তার পাশাপাশি রেকর্ডের সময় চারপাশের সব শব্দদের মধ্যে থেকে অপ্রয়োজনীয় শব্দ বাছাই করা যাতে তুমি যখন মোবাইলে কথা বল বা ভিডিও কর, তখন তা যেন সুন্দর শোনায়। এই মাইক্রোফোনের জন্য কোলাহলপূর্ণ পরিবেশে কথা বলা সম্ভব হয়ে থাকে।