হ্যালুসিনেশন: বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই মস্তিস্কে বাস্তবের মত অনুভূতি প্রত্যক্ষণের প্রক্রিয়া। হ্যালোসিনেশন একদম স্পষ্ট ও বাস্তবসদৃশ স্থায়ী হয়ে থাকে।
অলৌকিক কিছুর উপস্থিতি টের পাওয়া, ভৌতিক শব্দ শোনা, অযৌক্তিক গন্ধ পাওয়া, মৃত মানুষের সঙ্গে কথা বলা, অলৌকিক কারও দ্বারা কিছু করতে বাধ্য হওয়া ইত্যাদি হ্যালুসিনেশনের উদাহরণ।
প্রকারভেদ: হ্যালুসিনেশন প্রথমত দু প্রকার :
১) সেন্সরি মোডালিটি
২) কমপ্লেক্সিটি
সেন্সরি মোডালিটি হ্যালুসিনেশন আবার প্রায় ৮ ধরনের :
এ) অডিটরি
বি) ভিজ্যুয়াল
সি) ট্যাক্টাইল
ডি) অলফ্যাক্টরি
ই) জ্যাস্টাটরি
এফ) ডিপ সেন্সেশন
জি) অটোস্কোপিন হ্যালুসিনেশন এইচ) রিপ্লেক্স হ্যালুসিনেশন
(এছাড়াও রয়েছে জেনারেল সোমাটিক হ্যালুসিনেশন)
অপরদিকে কমপ্লেক্সিটি ২ ধরনের :
ক) ইনকমপ্লিট, আনফর্মড, ইলিমেন্টরি
খ) কমপ্লেক্স