আমাদের শরীর আমরা প্রতিদিন দেখি। শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ নাড়াচাড়া করি।শরীরের অঙ্গ প্রতঙ্গ নাড়িয়ে হাঁটাহাঁটি করি। খেলাধুলা করি। কাজ করি। এ শরীর কারো ভারী, আবার কারো হালকা।এসব আমাদের কঙ্কালের উপর ভর করে।
জয়েন্ট না থাকলে নাড়াচাড়া করা যাবে না অঙ্গ- প্রতঙ্গ। নাড়াচাড়া ছাড়া একজন মানুষ চলতে পারে না।