Abrar Islam Ador
মানুষের মৃত্যুর পর মৃত দেহ বেশিক্ষণ রাখতে নেই। কারণ দেহের প্রায় ১০০ট্রিলিয়ন কোষ যারা অক্সিজেনের অভাবে দেহে বিক্রিয়া শুরু করতে থাকে এবং দেহ ধীরে ধীরে মৃত দেহ পচে যাওয়া শুরু করে, গন্ধ বের হওয়া শুরু হয়।
মাত্র ৪ মাস সময়ের ব্যবধানে একটি পুরো শরীর কঙ্কালে রূপান্তরিত হয়ে যাবে।
যদি কোন ফিনাইল জাতক বা কোন মেডিসিন ব্যবহার করা হয় তাহলে লাশ মাংসাশী রাখা সম্ভব। সাধারণত অমীমাংসিত খুন হওয়া দেহ গুলো পোস্টমর্টেম এর জন্য মেডিসিন ব্যবহার করে মাংসাশী রাখা হয়।