যে ধরনের ডায়রিয়াই হোক না কেন, প্রাথমিক লক্ষণগুলো প্রায় একই। পেট ব্যথা, বমি, লুজ মোশন ইত্যাদি ডায়রিয়ার প্রাথমিক লক্ষণ। অনেক ক্ষেত্রে ইনটেস্টাইনে ফ্লুইড সিক্রিপশন বেশি হওয়ায় পেট ব্যথা হয়। রোগী আট-দশবার বাথরুমে যান। আবার কিছু কিছু ব্যাকটিরিয়াল ইনফেকশনে স্টুলের সঙ্গে রক্ত বের হতে পারে। এক্ষেত্রে সঙ্গে রক্ত যেমন ব্যাকটিরিয়াল ডায়রিয়ার লক্ষণ হতে পারে, তেমনই আবার অন্য কোনো অসুখেরও পূর্ব নির্দেশ হতে পারে। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজেরও অন্যতম লক্ষণ কিন্তু ব্লাড ডায়রিয়া। এক্ষেত্রে ইচ্ছামতো ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন। আর রক্ত ডায়রিয়া না থাকলে এবং অন্তত ১০-১৫ বার বাথরুম গেলে, জ্বর, গাঁটে ব্যথা, পেট ব্যথা ইত্যাদি লক্ষণ থাকলেও ডাক্তারের পরামর্শ নিন।