এই রোগের প্রাথমিক উপসর্গগুলির সূত্রপাত এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কিছু ক্ষেত্রে, এটা 2 দিনের মধ্যেও হয়, আবার কোনো ক্ষেত্রে এটা ভাইরাসের সংস্পর্শে আসার 14 দিনের মাথাতেও প্রকট হতে পারে।খুব সাধারণ লক্ষণগুলি হলঃ
- জ্বর
- কাশি
- শ্বাস-প্রশ্বাসে কষ্ট
অন্যান্য স্বল্প সাধারণ লক্ষণগুলি হল:
- গলা ব্যথা
- হাঁচি
- গা ব্যথা
- ডায়ারিয়া
- বমি
- মাথা ঘোরানো