পৃথিবীর ১০% মানুষ বাঁহাতি। কিন্তু এত কম কেন?
বাঁহাতি মানুষ কম হওয়ার অন্যতম কারণ সামাজিক এবং প্রাতিষ্ঠানিক চাপ। অনেক সমাজেই বাঁহাতিদের ভালোভাবে নেওয়া হয় না। অনেকে বাহাতি হওয়া সত্ত্বেও এসব চাপে ডান হাতে কাজ করা শিখে নেয়। বাঁহাতি দের সাথে বুদ্ধিবৃত্তিক কোনো সম্পর্ক নেই। মানুষের বাম মস্তিষ্ক বেশি কর্মক্ষম হলে মানুষ হয় ডানহাতি, আর ডান মস্তিষ্ক এর কারণে বাঁহাতি। গবেষণা মতে বাবা মা কেউ ডানহাতি না হলে সন্তানের বাঁহাতি হওয়ার সম্ভাবনা ৯ শতাংশ, আবার বাবা মা কেউ একজন বাঁহাতি হলে ডানহাতি হওয়ার সম্ভাবনা ১৯%, কিন্তু বাঁহাতির সাথে বুদ্ধির কোনো প্রভাব নেই, এটি মস্তিষ্ক ও জিনের হেরফের মাত্র।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি