অতিরিক্ত ওজনের সাথে কম সেক্স করার পেছনের কারণ থাকলে সেটা কী হতে পারে তার-ই ওপর খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে লেখাটিতে।
(শুধুমাত্র মূল লেখা পড়তে চাইলে ২ নং অনুচ্ছেদ থেকে পড়ুন)
১.
প্রথমে টেস্টোস্টেরন হরমোন নিয়ে কথা বলা যাক। টেস্টোস্টেরন হল পুরুষের প্রধান সেক্স হরমোন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন:
- পুরুষাঙ্গ এবং অণ্ডকোষের বিকাশে
- বয়ঃসন্ধিকালে কণ্ঠস্বর ডিপ করতে
- বয়ঃসন্ধি থেকে শুরু করে মুখের দাড়ি এবং পিউবিক হেয়ার গজাতে (পরবর্তী জীবনে টাক পড়ার ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারে)
- পেশী আকার এবং শক্তি ডেভেলপে
- হাড়ের বৃদ্ধি এবং শক্তি ডেভেলপে
- শুক্রাণু উৎপাদনে এবং
- সেক্স ড্রাইভ (লিবিডো) বা সেক্স করার ইচ্ছা তৈরিতে
এখন এর মধ্যে আমরা কথা বলবো শুধু লিবিডো বা সেক্স ড্রাইভ নিয়ে। টেস্টোস্টেরন সেক্স করার ইচ্ছাকে প্রভাবিত করে। কম টেস্টোস্টেরন সমান কম সেক্স ড্রাইভ বলা যায়।
২.
লিভার এক ধরণের প্রোটিন তৈরি করে যার নাম সেক্স হরমোন-বাইন্ডিং গ্লোবুলিন বা সংক্ষেপে SHBG. এই প্রোটিনের কাজ এর নামের মধ্যেই আছে অর্থাৎ এর কাজ হলো সেক্স হরমোনের সাথে (এক্ষেত্রে টেস্টোস্টেরন) মিলে একে পরিবহন করা, এবং এর আরেকটি কাজ হলো সেক্স হরমোনের বিভিন্ন টিস্যুতে অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা। এখানেই ঘটে মূল ঘটনা।
শরীরের বাড়তি ওজনের ফলে লিভার সেক্স হরমোন-বাইন্ডিং গ্লোবুলিন (SHBG) উৎপাদন বাড়িয়ে দেয় (যদিও বার্ধক্যজনিত SHBG বৃদ্ধির তুলনায় SHBG বৃদ্ধির সাথে অতিরিক্ত ওজনের সম্পর্ক কম)। যার ফলে টেস্টোস্টেরনের বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আর যেহেতু টেস্টোস্টেরন লিবিডো নিয়ন্ত্রণ করে তাই টেস্টোস্টেরন কমে যাবার কারণে লিবিডো কমে যেতে পারে।
আবার অতিরিক্ত ওজন যৌনাঙ্গের রক্তনালীকেও সংকুচিত করতে পারে, যার ফলে ‘ক্লাইম্যাক্স’ তৈরিকে কঠিন করে তোলে। তাছাড়া শরীর মোটা থাকলে কমফরটেবল সেক্স পজিশনও সীমিত থাকে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় তুলনামূলক কম সেক্সে আগ্রহী হয় মোটা পুরুষ।
এখন প্রশ্ন হচ্ছে, এর মানে কী সব মোটা মানুষের মধ্যেই এরকম কম সেক্স ড্রাইভ দেখা দিবে? উত্তর হচ্ছে, না। কারণ সবারই ওজন বৃদ্ধির কারণে SHBG তৈরি বেড়ে যায় না।
একটা মজার বিষয় হচ্ছে, টেস্টোস্টেরন সংশ্লেষিত হয় শরীরের কোলেস্টেরল। কিন্তু এর মানে এই না যে কোলেস্টেরল বেশি থাকলে যে আপনার টেস্টোস্টেরন বেশি তৈরি হবে। টেস্টোস্টেরনের মাত্রা খুব কেয়ারফুলি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
রেফারেন্সঃ
https://doi.org/10.1097%2F01.naj.0000525873.36360.5a
https://doi.org/10.1530/EJE-10-0538
https://doi.org/10.1136/bmj.c2573
https://pubmed.ncbi.nlm.nih.gov/25777143/
https://doi.org/10.3389/fendo.2018.00769
----
‘obesity and sexuality’ নিয়ে অনেক গবেষনা আছে। বিভিন্ন গবেষণা বিভিন্ন দিক তুলে ধরেছে। কোনো সিন্ধান্তের আগে সবকিছু পরিক্ষা-নিরিক্ষা করে তারপর সিন্ধান্তে আসবেন। যদি মোটা হন এবং সেক্স ড্রাইভ কম থাকে তাহলে ডাক্তারের পরামর্শে SHBG টেস্ট করুন, তারপর ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে পারেন।
লেখা : Sabrina Badhon