আমাদের স্বাভাবিক ভাবে দেখতে হলে, প্রায় 10 লক্ষ আলোক বিন্দু দ্বারা উৎপন্ন চিত্র দরকার। এই ‘বায়োনিক আই’ যন্ত্র দিয়ে সর্বাধিক 473 টি আলোক বিন্দু দ্বারা চিত্র গঠিত হয়। ইলেক্ট্রোডের সংখ্যা বৃদ্ধি করে, আলোক বিন্দু সংখ্যা বৃদ্ধি করার জন্য গবেষণা চলছে। গবেষণা টির হিউম্যান ট্রায়াল ও সফল হয়েছে। বর্তমানে যে পর্যায়ে গবেষণাটি পৌঁছে গেছে, তাতে যে কোনো অন্ধ ব্যক্তি, সামনে থাকা বস্তু সম্পর্কে মোটামুটি একটি চিত্র দেখতে পাবে। ফলে তাদের একলা চলা ফেরা করতে কোন রকম অসুবিধা হবে না। হয়তো অদূর ভবিষ্যতে আমরা সেই দিন দেখতে পাবো, যেদিন অন্ধত্ব নামের কোন সমস্যা আর পৃথিবীতে থাকবে না