কোহিনুর কোন ধাতু নয়,বরং এটি পৃথিবীর সবচেয়ে দামি হীরা।ধাতু বলতে তাদের বোঝায় যারা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান করে। প্রকৃতপক্ষে, হীরা হলো কার্বন যা পৃথিবী পৃষ্ঠে উচ্চ চাপ ও তাপ এ রুপান্তরিত হয়ে হীরা হয়। যেহেতু কার্বন কোন ধাতু নয়,তাই কোহিনুরও কোন ধাতু না।