একটি গরম জিনিসের পরিপার্শে যে হওয়া বর্তমান থাকে সেই হাওয়া গরম বস্তুটির প্রভাবে গরম হয়ে ওঠে। আমরা জানি যে দুটি বস্তুর মাঝে তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, তাপ তত শীঘ্র সুস্থিতির (equilibrium temperature) প্রতি প্রগতি করবে।
সুতরাং ফুঁ দিলে সেই গরম হাওয়ার অবস্থান বদলে পাশের ঠান্ডা
হাওয়া এসে পড়ে এবং তাপমাত্রার পরিবর্তন দ্রুততম হয়ে ওঠে‌।
ধন্যবাদ।