Shafkat Samin Raiyan-
ফুঁ দিলে যতটুকু বল প্রয়োগ হয় এর সমান এবং বিপরীত বল আমাদের মাথায়ও প্রয়োগ হয়। কিন্তু মাথার ভর অনেক বেশি হওয়ায় সেই সামান্য বল অনুভূত হয় না।
কিন্তু আপনি যদি বেলুনে বাতাস ঢুকিয়ে ছেড়ে দেন তাহলে দেখবেন বেলুন থেকে বাতাস সামনের দিকে বের হবে এবং বেলুন বিপরীত দিকে যাবে কারণ বেলুনের ভর অনেক কম।