Radia Ahmed Lubna-
হঠাৎ তিল ওঠার কারণ ভালো বোঝা যায় না। এটি বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক কারণে এবং সূর্যের রশ্মির ক্ষতিকর একটি মিথস্ক্রিয়ায় হয় বলে মনে করা হয়। তিল সাধারণত শৈশব এবং কিশোর বয়সে আবির্ভূত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে এর আকার এবং রঙ পরিবর্তন হয়। হঠাৎ তিল হয় সাধারণত দেহে হরমোন নিঃসরণের মাত্রার পরিবর্তন হলে, যেমনঃ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হয় তখন শরীরে হঠাৎ তিল উঠে।