যেসব প্রাণিদের পা/পদ গুলো সন্ধিযুক্ত (jointed foots) মুলত তাদের পোকা বলা হয়ে তাকে এবং এদের লাতিন (Latin=L) ভাষায় প্রণিজগতের আর্থ্রোপোডা/Arthropoda ( কারন: L. arthros jointed, podos--foots) পর্বে (phylum) অন্তর্ভুক্ত করা হয়। চিংড়ীর পাগুলোও সন্ধিযুক্ত হওয়ায় তাদের প্রধানত পোকা বলা হয়ে থাকে।