মানুষ ঘুমিয়ে থাকলে বা অজ্ঞান হয়ে থাকলে বোঝার তেমন কোনো উপায় থাকে নাl তবে আমরা যখন শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি বা ত্যাগ করি তখন আমাদের ফুসফুস সংক্রমণ এবং প্রসারণ এর ফলে আমাদের বুকেরো সংকোচন-প্রসারণ হয়l যদি কোন মানুষ অজ্ঞান হয়ে আছে বা ঘুমিয়ে আছে সেটি যাচাই করতে হয়, তবে খুব সহজে তার নাকের সামনে হাত দিয়ে তার প্রশ্বাস অনুভব করা অথবা তার শরীরের দিকে লক্ষ্য করে বোঝা যায় যে লোকটি ঘুমিয়ে আছে নাকি অজ্ঞান অবস্থায় আছেl