আসলে প্রশ্নটি খুবই ইউনিক ছিলl বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, স্বপ্নের কোন রং নেইl তবে আমরা যদি স্বপ্নে রং খোঁজার চেষ্টা করি তবে স্বপ্নের মধ্যে হ্যালুসিনেট করে আমরা বিভিন্ন ধরনের রংয়ের ফ্যাকাশে রূপ দেখতে পায়l এসকল স্বপ্নের মধ্যে যে স্বপ্নগুলো আমাদের স্বপ্নের জগতে অত্যধিক ভাবায়, আতঙ্কের সৃষ্টি করে সে সকল স্বপ্নগুলো আমাদের মস্তিষ্ক কোনমতে ভুলতে সক্ষম হয় নাl যার ফলে সে সকল স্বপ্ন আমরা বছরের পর বছর মনে রাখতে পারিl তবে স্বাভাবিক ভাবে আমরা যে সকল স্বপ্ন দেখে থাকি, যেমন:- গাছ থেকে পড়ে যাচ্ছি, পাহাড় থেকে পড়ে যাচ্ছে ইত্যাদিl এ সকল স্বপ্ন স্বাভাবিক হাওয়াই আমরা এগুলো খুব দ্রুত ভুলে যায়l