জ্বী আছে।ফলস হোপ সিন্ড্রোমের স্ব-পরিবর্তন, অবাস্তব লক্ষ্য-নির্ধারণ এবং দুর্বল মোকাবেলা দক্ষতার অপ্রয়োজনীয় মূল্যায়নের ফলাফল।এটি নিজের মধ্যে পরিবর্তন আনতে সফল হয় না এমন অনেকের মধ্যে আত্ম-সম্মান হ্রাস এবং মেজাজের অবনতি ঘটাতে অবদান রাখে।
এইটা অনেকটা এইরকম যে আমরা অনেকসময় ওভার কনফিডেন্ট হয়ে এমন কিছু আশা করতে থাকি যা কখনো বাস্তবে ঘটবে না।ওভার কনফিডেন্স বাদেও অনেক ইমোশন থেকে আমরা এমন কিছু চাই যা পাওয়া কখনো সম্ভব নয়।তবুও চেয়ে থাকি,আশায় থাকি।আর এইটাকেই ফলস হোপ সিনড্রোম বলা হয়।
আর বাস্তব উদাহরণ হিসেবে আমি নিজেই আছি এরকম।এমন কিছু চাই বা চাচ্ছি যা বাস্তবে পাওয়া সম্ভব নয়।