ইম্পস্টার সিনড্রোম হলো এমন এক ধরণের মানসিক অবস্থা যেখানে একজন ব্যাক্তি তার সব অর্জনকে সন্দেহের দৃষ্টিতে দেখে এবং নিজেকে ঐসব অর্জনের অযোগ্য মনে করে। সে তার অর্জনগুলোকে "অর্জন" না মনে করে "ভাগ্য" মনে করে এবং নিজেকে একারনে একজন প্রতারক বা ছলনাকারী ভাবে। সে সবসময় ভয়ের মধ্যে থাকে যে তার "প্রতারনা" যেকোন সময় ফাঁস হয়ে যাবে এবং তার ফলে সে সবার কাছে ঘৃণার পাত্রে পরিণত হবে। নিজ জ্ঞান এবং যোগ্যতার স্পষ্ট প্রমান থাকলেও সে নিজেকে একজন অভিনেতা ভাবে। অর্থাৎ, সে মনে করে যে সে জ্ঞানী ও যোগ্য হবার অভিনয় করছে মাত্র।
এটিকে বিশেষজ্ঞগণ একধরণের 'মানসিক অবস্থা' হিসেবে চিহ্নিত করে থাকেন। এটি কোন রোগ নয়। মস্তিষ্কে এক বিশেষ ধরণের উদ্দীপকের প্রভাবে এটি হয়ে থাকে। এতে কম-বেশী সবাই ভুগে থাকেন। তাই আতঙ্কিত হবার কারণ নেই। নিজের উপর আস্থা রাখুন।