এটি হলো প্রজাপতি।
- মথ তৈরী হয়ে থাকে শোঁয়াপোকা(গা রোম থাকে যা আমাদের শরীরে লাগলে চুলকানি হয় ) থেকে ।
প্রজাপতি তৈরী হয় সবুজ, সাদা পোকা(গায়ে কোনো রোম থাকে না ) থেকে যে গুলো গাছের পাতা খেয়ে বড়ো হয়।
- মথ বসে থাকলে ডানা দুটো শরীরের দুপাশে সমতলের সাথে সমান্তরালে থাকে।
প্রজাপতি বসে থাকলে ডানা দুটো জোড়া অবস্থাই সমততলের সাথে সমকোনে থাকে।
- মথের মাথায় এন্টেনা গুলো হয় (উপরে ছবিতে দেখুন )।
প্রজাপতির মাথার এন্টেনা সরল হয়।
প্রজাপতি সাধারণত দিনে বের হয়।
- মথ বেশিরভাগ ধূসর বা হালকা সাদা হয়।
প্রজাপতি বিভিন্ন রঙের হয়ে থাকে।
- বাপন হালদার