SbR Suchona
সাধারণ অবস্থায় নাইট্রোজেন কোন বিক্রিয়া দেখায় না,এটি কার্যত একটি নিস্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করে। প্রকৃতপক্ষে নাইট্রোজেন অনুতে বিদ্যমান দুটি পরমাণুর মধ্যে শক্তিশালী ত্রিবন্ধন রয়েছে তাই এর বন্ধন বিয়োজনে এনথালপির মান উচ্চ (941.4 Kg/mol)।তবে উচ্চ তাপমাত্রার শর্তে ইহা ধাতু, অধাতু এবং অ্যালুমিনা,কার্বাইড প্রভৃতি যৌগের সাথে বিক্রিয়া করে।
আর তাই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অক্সিজেনের ন্যায় গঠন কাঠামো তৈরি হবে বলে মনে হলেও প্রকৃত অর্থে সেটি কেবলই একটি আইসোটোপ এর ভূমিকা পালন করে।