Nishat Tasnim
বাস্তবজীবনের বিষয়বস্তুর প্রতি আমাদের এটেনশন যদি কম থাকে, বাস্তব জীবনের বিষয়বস্তু উপলব্ধি করিনা বা বুঝার চেষ্টা করিনা সম্পূর্ণ ঘটনা তখন ই আমরা স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখি। কেননা,মস্তিষ্ক যখন বাস্তবে কিছুর সমাধান পায়না তখন ব্যাপার টা সমাধানের জন্য আমরা ভাবতে থাকি আর এই চিন্তাভাবনা ই আমাদের স্বপ্ন হিসেবে ফুঁটে উঠে। এখন কোনো পরিস্থিতি যদি আপনি ঠিকভাবে উপলব্ধি ই না করেন তবে মস্তিষ্ক সেই সিচুয়েশন এর তথ্য ঠিকভাবে কালেক্ট করতে পারেনা বলে স্বপ্নের মধ্যেও সমাধান করতে পারেনা তখন স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখার ঘটনা কল্পনা করা হয় যাতে ওই সিচুয়েশন টার একটা সমাধান আসে।