Nishat Tasnim -আমাদের শিক্ষণ প্রক্রিয়াটি সূত্রপাত তো জন্মের পর থেকেই। শিশুটি যা যা শিখে উঠতে পারছে তার সবই তো চারপাশের ঘটে যাওয়া মানুষজনের আচরণ থেকেই। তাই মিথ্যাচার ও। যদিও সেটি কে মিথ্যাচার হিসেবে চিহ্নিত করতে তার সময় লাগে।
মিথ্যাচার হল এক ধরনের আত্মরক্ষার বর্ম। কাজেই "ডিফেন্স মেকানিজম " আত্মস্থ করার জন্য আমারাই দায়ী।