Nishat Tasnim-
চুল কেরাটিন নামে একরকম প্রোটিন দিয়ে তৈরি, এতে ৯৭শতাংশ প্রোটিন ও ৩শতাংশ পানি রয়েছে। চুলের যেটুকু আমরা দেখি, সেটি মৃত কোষ। চিকিৎসা বিজ্ঞানের তথ্যানুযায়ী, প্রতিটা চুলের জীবনকাল দুই থেকে আট বছর। গড়ে মানুষের মাথায় ১০ হাজার থেকে ১ লক্ষ চুল থাকে।