কোন প্রাণী ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী ?
উত্তর দিন
3
অনুসরণ
অনুরোধ
আরও
1টি উত্তর
জুবায়ের রহমান
, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে MBBS (2025)
1 ডিসেম্বর, 2019 এ উত্তর দেওয়া হয়েছে
স্তন্যপায়ী প্রাণীর একটি অন্যতম বৈশিষ্ট্য হল এরা ভ্রুন মাতৃগর্ভে ধারন করে এবং নির্দিষ্ট সময় পরে সরাসরি সন্তান প্রসব করে।কিন্তু কিছু স্তন্যপায়ী আছে যারা সরিসৃপ ও পাখির মত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়ে পূর্নাঙ্গ প্রানিতে পরিনত হয়।
স্তন্যপায়ী প্রানিরা মূলত Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত এবং এই শ্রেণির একটি পর্ব হল Monotremata।এই পর্বের প্রানিরা ডিম পারে এবং এরা স্তন্যপায়ী প্রানিদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো ধারণ করে।এদের মধ্যে কেবল দুটি সাবগ্রুপের পাঁচটি প্রজাতি পৃথিবীতে টিকে আছে।এই স্তন্যপায়ীরাই কেবল ডিম পারে। সাবগ্রুপ দুটি হলঃ
1. Platypus (Ornithorhynchus anatinus)
এরাই হল সেই স্তন্যপায়ী যারা ডিম পারার জন্য সুপরিচিত।
2. Echidna
এরাও ডিম পারে পারে তবে এরা বেশি একটা পরিচিত না।
তথ্যসূত্রঃ
Are There Mammals That Lay Eggs?Do Mammals Lay Eggs? Which Mammals Lay Eggs?MonotremeDo Any Mammals Lay Eggs?
পুনশ্চঃ একটা মিথ প্রচলিত আছে যে বাদুড় স্তন্যপায়ী এবং এরা ডিম পারে।তবে বাদুড়ও অন্যান্য স্তন্যপায়ীদের মতই সরাসরি বাচ্চা প্রসব করে।