Nishat Tasnim-
কয়েকটি রং এর সমন্বয়ে লক্ষাধিক রং গঠিত হয়( rgb বা cmyk)। পন্যের প্যাকেটে নিখুঁতভাবে রং করতে হলে সেই মৌলিক রংগুলির উপস্থিত থাকতে হবে। প্রিন্টারের বা কার্তুজের সমস্যার কারনে কোনো রং মিসিং থাকলে পন্যের প্যাকেটের প্রিন্ট আলাদা হয়ে যেতে পারে। তাই সিগারেট এর প্যাকেটে আলাদা ফোটায় এই মৌলিক রং প্রিন্ট করে পর্যবেক্ষণ করে নেওয়া হয় প্রিন্টার ঠিকমত কাজ করেছে কিনা। আবার মেশিন দিয়ে প্যাকেট কাটার সময় মেশিনকে বলে দিতে হয় কোথায় থেকে কাটা শুরু করতে হবে। এই চিহ্ন হিসেবেও কাজ করে ফোটাগুলি। ফোটাগুলি থেকে নির্দিষ্ট আকারে কাগজ কাটলে কাগজের অপচয় কম হয়।
©সায়েন্স বী