ব্র্যান্ডবিহীন এসব প্যাকেটের জন্যে যে রঙটি বেছে নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা সেটিকে ‘ভয়াবহ’ বলে মনে করছেন। বড়ো ধরনের বাজার গবেষণা শেষে সিগারেটের প্যাকেটের জন্যে এই ‘জলপাই সবুজ’ রঙটিকে বেছে নেওয়া হয়েছে।
বলা হচ্ছে, এই রঙটি যারা সিগারেট খানকে তাদেরকে সিগারেট খেতে দারুণভাবে নিরুৎসাহিত করবে।
অনেকেই বলছেন, এই রঙের মধ্যে আছে ক্ষয়, মৃত্যু, ময়লা এসব ধারণা।
স্বাস্থ্য সতর্কতাসহ বীভৎস এসব ছবি ছাপা হবে কভারের ৬৫% জায়গাজুড়ে। প্যাকেটের মুখেও যোগ করতে হবে বাড়তি সতর্কতা।