সিগারেটের ক্ষতিকর দিকগুলো কি কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
453 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (123,400 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

সিগারেট হলো সাদা কাগজে মোড়ানো তামাক পাতায় গুঁড়ো। এই তামাক পাতায় সিগারেটে নিকোটিন থাকে তাই মানুষ সিগারেট এর প্রতি আসক্ত হয়ে যায়।

নিকোটিন আমাদের মস্তিষ্কে dopamine এবং noradrenaline এর ভারসাম্য পরিবর্তন করে দেয়। যখন নিকোটিন এই দুই রাসায়নিক এর মাত্রা পরিবর্তন করে দেয় তখন আমাদের মনোযোগ ও মন মানসিকতার পরিবর্তন হয়। আপনি যখন সিগারেট এর মাধ্যমে নিকোটিন নেন তখন এটি দ্রুত আপনার মস্তিষ্কে প্রবাহিত হয়। তারপর এই নিকোটিন মস্তিষ্কে ভালোলাগার সৃষ্টি করে এবং হতাশা, মানসিক চাপ দূর করে। এজন্যই অনেক ধূমপায়ী নিকোটিনের এই ক্রিয়াকে উপভোগ করে এবং ধীরে ধীরে নিকোটিনে আসক্ত হয়ে পড়ে।

যখন আপনি সিগারেট খাওয়া বন্ধ করেন তখন নিকোটিন এর অভাবে dopamine এবং noradrenaline এর মাত্রা আবার পরিবর্তন হয়। যার ফলে আপনি হতাশা, মানসিক চাপ ও অস্বস্তি অনুভব করা শুরু করেন কারণ তখন আর আপনার মস্তিষ্কে নিকোটিনের প্রভাবে তাৎক্ষণিক ভালোলাগা কাজ করেনা।

তামাকের মধ্যে ৭০০ রাসায়নিক পদার্থ আছে যার মধ্যে ২৫০টি ক্ষতিকর। এই ২৫০ টি ক্ষতিকর রাসায়নিক পদার্থ এর মধ্যে রয়েছে হাইড্রোজেন সায়ানাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া। ২৫০ টি ক্ষতিকর রাসায়নিক এর মধ্যে প্রায় ৬৯ টি রাসায়নিক ক্যান্সার এর কারণ হতে পারে।

©Nishat Tasnim

0 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)

ধূমপান আসলেই একটি ব্যাধি। এটি সামাজিক ও শারীরিক ব্যাধি। ধূমপান অনেক সামাজিক বিপর্যয় নিয়ে আসে। আমরা একটু পথে-ঘাটে তাকালে দেখব, অসংখ্য মানুষ জলন্ত সিগারেট হাতে নিয়ে ঘুরছে। এটি একটি ভয়াবহ দিক। তবে যারা এ রকম করছে, তাদের কাছে এটি বড় কোনো বিষয় মনে হয় না। তারা এটিকে স্বাভাবিক মনে করে। মনে করে, এটি কোনো ব্যাপারই নয়। এটি আসলেই খুব জঘন্য একটি বিষয়। এর প্রভাব খুবই মারাত্মক।

এ বিষয়ে কথা বলতে গিয়ে, আমি একটি কবিতার লাইন বলতে চাই। ‘জ্বলন্ত সিগারেটে জ্বলে এ জীবন,/বুঝতে পারে না তবু প্রতারিত মন,/ধূমপানে পরিশেষে ঘনায় মরণ, তবু কেন ধূমপান চলে আজীবন?’

ধূমপানের প্রভাব কীভাবে বিস্তার হয় বলি। ধূমপানে তো অনেক ধোঁয়া বের হয়। চলাফেরার সময় এই যে ধোঁয়া বের হয়, এটি কিন্তু অনেক মানুষ সইতে পারে না। ধূমপানের ধোঁয়ার কাছে আসলে তার কাশি শুরু হয়ে যায়।

এই ধোঁয়ায় কিন্তু অনেক বিষাক্ত পদার্থ রয়েছে। এর মধ্যে একটি হলো, নিকোটিন। এ ছাড়া অসংখ্য বিষাক্ত পদার্থ রয়েছে। অনেক মানুষ কিন্তু এই ধোঁয়ায় বিরক্ত হয়। তবে যারা ধূমপান করে তারা বিষয়টিকে গুরুত্ব দেয় না।

আবার যারা ধূমপান করে না তারা মনে করে, আমি তো ভালোই আছি। কিন্তু ধূমপায়ীর আশপাশে থাকার কারণে ক্ষতিগ্রস্ত সবাই হচ্ছে। পরোক্ষ ধূমপানে কারণে সমস্যা হয়। যারা ধূমপান করে তাদের তো অনেক ক্ষতি হয়। তবে যারা ধূমপান করে না, তারাও এই পরিবেশের কারণে, ধোঁয়ায় কারণে পরোক্ষভাবে  আক্রান্ত হচ্ছে। এটি তো পথে-ঘাটের ব্যাপার। তবে যারা বাড়িতে ধূমপান করে, যাদের ছোট শিশু তারাও কিন্তু আক্রান্ত হয়ে যায়। যারা বাড়িতে ধূমপান করছে তাদের কারণে কিন্তু ঘরের ছোট শিশুটি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসে আক্রান্ত হতে পারে। এমনকি মারাও যেতে পারে। এ বিষয়টি মানুষের জানা নেই। মানুষ বোঝে না। ধূমপান করাকে অনেকে ঐতিহ্য মনে করে। অনেকে অন্যকে প্ররোচিতও করে ধূমপান করার জন্য। এই মানসিকতার পরিবর্তন দরকার।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 1,974 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,150 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 668 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 228 বার দেখা হয়েছে

10,852 টি প্রশ্ন

18,553 টি উত্তর

4,746 টি মন্তব্য

855,234 জন সদস্য

129 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 128 জন গেস্ট অনলাইনে
  1. 789betvifcom

    100 পয়েন্ট

  2. 88vvdog

    100 পয়েন্ট

  3. 100Vips10com

    100 পয়েন্ট

  4. tylekeoligue1

    100 পয়েন্ট

  5. 5wpgbet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার শব্দ দুধ উপায় হাত মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে বৈশিষ্ট্য মৃত্যু হলুদ বাংলাদেশ সময় ব্যথা চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...